নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ১৮ আগস্ট রাত ৮ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শরীয়তপুরের সাধারণ সম্পাদক কামরুন নাহার এর বদলী জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) শরীয়তপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আরিফা আশরাফ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ (সমিতি) পুনাক শরীয়তপুর।
এ সময় উপস্থিত ছিলেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শরীয়তপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর, আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), শরীয়তপুর, কামরুন নাহার, সাধারন সম্পাদক, পুনাক, শরীয়তপুর, জনাব হাসিবা খান, সদস্য, পুনাক, শরীয়তপুর সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
