মামুন মোল্লা (খুলনা) ঃ রবিবার ২১শে আগস্ট, পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), খুলনা এর জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে গমন ও খুলনা জেলা হতে বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা।
সংবর্ধনা সভায় বিদায়ী অতিথি তার বক্তব্যে, সহকর্মীদের সাথে কর্মকালীন সময়ের স্মৃতিচারন করেন।
সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন।
পুলিশ সুপার, তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); খুলনা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
