নড়াইল চাঁচুড়ী পুরুলীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি’র নির্বাচনে হোসেন মোল্যা বিজয়ী

Uncategorized শিক্ষাঙ্গন

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলীয়া মাধ্যমিক বিদ্যালয়ে গত (২১ আগষ্ট) রবিবার ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলীয়া মাধ্যমিক বিদ্যালয়ে মোট অভিভাবক ভোটের সংক্ষা-৭৯২। রবিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত শান্তিপ্রিয় ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৫৬৭ টি ভোট কাষ্ট হয়েছে। ম্যানেজিং কমিটি নির্বাচনে মোট ৬জন সদস্য হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ম্যানেজিং কমিটিতে ৪ জন সদস্য দায়ীত্ব পালন করবেন। ব্যালট নং ১ আলী হোসেন মোল্যা পেয়েছেন-৩৪১ ভোট,ব্যালট নং ২ এস এম ওয়াসিম আকরাম পেয়েছেন-২৯০ ভোট,ব্যালট নং ৩ তরিকুল ইসলাম (সাবু) পেয়েছেন-২৯৪ ভোট,ব্যালট নং ৪ এস এম নাজমুল হাসান পেয়েছেন-২৪৭ ভোট,ব্যালট নং ৫ পূর্নেন্দু সাহা পেয়েছেন-২১৪ ভোট,ব্যালট নং ৬ মুন্সী লুৎফর রহমান পেয়েছেন-২০৯ ভোট। এর মধ্যে ব্যালট নং ১ আলী হোসেন মোল্যা ৩৪১ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। ব্যালট নং ৩ তরিকুল ইসলাম (সাবু) ২৯৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন,ব্যালট নং ২ এস এম ওয়াসিম আকরাম ২৯০ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেছেন,ব্যালট নং ৪ এস এম নাজমুল হাসান ২৪৭ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেছেন,ব্যালট নং ৫ পূর্নেন্দু সাহা ২১৪ ভোট পেয়ে ৫ম স্থান অধিকার করেছে,ব্যালট নং ৬ মুন্সী লুৎফর রহমান ২০৯ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন। এদিকে,শান্তিপ্রিয় ও আনন্দ উৎসবের মদ্ধদিয়ে ভোট গ্রহন শেষে আলী হোসেন মোল্যা’র হাজার হাজার সমর্থক’রা স্কুল থেকেই হায়দার মোল্যা,আলী হোসেন মোল্যা ও ইমরুলকে ফুলের মালা পরিয়ে আনন্দ মিছিল করে। এসময় আনন্দ মিছিলটি চাঁচুড়ী পুরুলীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চাঁচুড়ী বাজারের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ শেষে সাবেক বিডিআর সদস্য ও সমাজ সেবক রাজনীতিবিদ হায়দার মোল্যা’র অফিসে গিয়ে শেষ হয়।
চাঁচুড়ী ইউনিয়নের সাবেক বিডিআর সদস্য মো:হায়দার মোল্যার কৃতি সন্তান মো:আলী হোসেন মোল্য চাঁচুড়ী পুরুলীয়া মাধ্যমিক বিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রুপান্তরিত করতে এ স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটের ব্যবধানে সদস্য পদে প্রথম স্থান অধিকার করেন। বিজয়ী আলী হোসেন মোল্যা জানান,শিক্ষায় জাতির মেরুদণ্ড,একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও ম্যানেজিং কমিটির সদস্যগণ ইচ্ছা করলেই একটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে পারে এবং স্কুলের শিক্ষার্থীদের মানুষের মত মানুষ করে গড়ে তুলতে পারেন। আমাদের ঐতিহাসিক চাঁচুড়ী পুরুলীয়া মাধ্যমিক বিদ্যালয় এবং এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার হার বৃদ্ধি করতে সকল প্রকার কাজ করে যাব ইনশাআল্লাহ্ বলেও তিনি জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *