মাদক মামলায় ২ দিনের রিমান্ডে লোকমান

Uncategorized

নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে দুই দিনের রিমান্ড দিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারী।


বিজ্ঞাপন

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে এ রিমান্ড দেওয়া হয়।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসায় অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশি মদসহ তাকে আটক করে র‌্যাব। মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ক্যাসিনো থেকে উপার্জনের বিষয়টি ওঠে আসে।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান র‌্যাবকে তার ৪১-৪২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাংকে তিনি গত মাসে ২৬ হাজার ডলার পাঠিয়েছেন। প্রতি ৪ মাস পর পর তিনি সেখানে ১২ হাজার ডলার করে পাঠান।


বিজ্ঞাপন

র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, প্রকৃত সম্পদের চেয়ে তিনি র‌্যাবের কাছে সম্পদের হিসাব কম দেখিয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। অস্ট্রেলিয়াতে তার ছেলে পড়াশোনা করে। সেখানে তার নামেও ব্যাংক হিসাব আছে। সেখানেও লোকমানের মোটা অংকের অর্থ থাকতে পারে। অবৈধ আয়ের একটি বড় অংশ টাকা অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।

👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *