নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ২৪ আগস্ট নারী নির্যাতন দিবস উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ আরএমপি কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ সবসময় নারীর প্রতি সকল প্রকার নির্যাতন ও সহিংসতার প্রতি ঘৃনা জানায়।
নির্যাতনের শিকার নারীকে সম্পূর্ণ অনুকূল পরিবেশে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে মুজিব বর্ষের অঙ্গীকার হিসেবে ইতোমধ্যে সকল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
এছাড়া নির্যাতনের শিকার বা যেকোন পরিস্থিতির নির্মম শিকার নারীদের সুরক্ষার জন্য রয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টার।
আজকের এই দিনে রংপুর মেট্রোপলিটন পুলিশ সকলকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য দ্রুততার সঙ্গে নিকটস্থ থানায় জানানোর দৃঢ় আহবান জানাচ্ছে।
