সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের বর্ষা মঙ্গল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া শ্রী শ্রী খাগড়িয়া কালীমাতা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮ টা ১ মিনিটে কাসর ঘণ্টা ,উলুধ্বনির মধ্য দিয়ে প্রাতঃকালীন পূজা আরম্ভ, দুপুর ১২ টা ১ মিনিটে শ্রী শ্রী মাতৃপূজা আরম্ভ, দুপুর ২ টা ১ মিনিটে অতিথি বরণ ও আলোচনা পর্ব, বিকেল ৩ টা ১মিনিটে শ্রী শ্রী মাতৃ পূজা সমাপনান্তে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬ টায় সান্ধ্য পূজা ও মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
বর্ষা মঙ্গল উৎসবে আলোচনা সভায় শ্রী শ্রী খাগড়িয়া কালীমাতা মন্দিরের সভাপতি শ্রী রমেশ চন্দ্র সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি শ্রী সুব্রত পাল ( সিআইপি), বিশেষ অতিথি হিসেবে ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকৌশলী শ্রী রতন দত্ত বক্তব্য রাখেন। আলোচনা সভা পরিচালনা করেন শ্রী শ্রী খাগড়িয়া কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী কালাচান পাল।
অন্যান্যদের মধ্যে সরিষাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র পাল,সাধারণ সম্পাদক সঞ্জিত প্রসাদ সাহা জগ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রী মন্টু লাল তেওয়ারি, সাবেক কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা লিটন প্রমুখ সহ সনাতন ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ভক্তগণ উপস্থিত ছিলেন।
