নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২৮ আগস্ট, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর প্রদত্ত ক্ষমতাবলে সদর উপজেলার নিউমার্কেট ও ট্রাকস্ট্যান্ড বৌ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের জন্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৯,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড় সারের দোকানে মনিটরিং করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
