খুলনায় ” মার্কস একটিভ স্কুল চেস চ্যামস“ শীর্ষক দাবা প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized খেলাধুলা


মামুন মোল্লা (খুলনা) ঃ রবিবার ২৮ আগস্ট ২০২২ খ্রি. বিকাল ৪ টার সময় খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং খুলনা জেলা পুলিশের সহযোগিতায় ” মার্কস একটিভ স্কুল চেস চ্যামস“ শীর্ষক দাবা প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৬৪টি দল অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, এস এম মোর্ত্তজা রশিদী দারা, সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা, মাসুদুর রহমান মল্লিক দিপু, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ দাবা ফেডারেশন, মোঃ বেলাল হোসেন, নির্বাহী সদস্য, বাংলাদেশ দাবা ফেডারেশন।

প্রতিযোগিতায় খুলনা জেলা স্কুল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় ‘বাংলাদেশ নৌ-বাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা।

খুলনাস্থ বিভিন্ন স্কুলের শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এসময় আমন্ত্রিত অতিথিগণ বিজয়ী দল ও শিক্ষার্থীদের হাতে সনদ, মেডেল ও ট্রফি তুলে দেন।


বিজ্ঞাপন
👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *