নিজস্ব প্রতিনিধি ঃ “মাদক,জুয়া ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাংবাদিকদের সহযোগিতায় নীলফামারী জেলাকে নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে চাই”-সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম।
বুধবার ৩১ আগস্ট সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়, কনফারেন্স রুমে নীলফামারী জেলার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন তাহমিন হক ববি, সভাপতি, প্রেসক্লাব নীলফামারী, হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক প্রেসক্লাব নীলফামারী, প্রেসক্লাব নীলফামারীর অন্যান্য নেতৃবৃন্দ সহ নীলফামারী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর- সার্কেল),নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নীলফামারী সহ ঊর্ধ্বতন অফিসার বৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রেসক্লাব নীলফামারী ও রিপোর্টার্স ইউনিটি নীলফামারীর পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।