বিশেষ প্রতিবেদক : সম্প্রতি রিক্রুটিং এজেন্সী বিজনেস এলায়েন্সর বিরুদ্বে সৌদিআরব ফেরত মোমেলা বেগম নামে এক গ্রহকর্মী প্রবাসী কল্যান ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রনালয়ে অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন, আমি সৌদি আরব গৃহকর্মী হিসাবে যোগদানের পর অনেক কষ্টে নির্যাতিত হয়ে ২ বছর কাজ করেছি কিন্তু আমাকে তারা কোন বেতন দেয় নাই এমনকি রিক্রুটিং এজেন্সী বিজনেস এলায়েন্স আমার কোন খোজ খবর নেয় নাই। আমাকে বলে তোমার একাউন্টে টাকা চলে গেছে। আমি একাউন্ট খোজ করে জানতে পারি কোন টাকা পয়সা পাঠায় নাই।ফলে আমার ছেলের শিক্ষা জিবন বিপন্ন হয়েছে। আমি বাংলাদেশে না থাকায় ছেলে ভিবিন্ন নেশায় আসক্ত হয়ে পরে। বর্তমানে আমি বাংলাদেশে এসে তার চিকিৎসা করাই। চিকিৎসা করাইতে আমার ২০০০০০ টাকা খরচ হয়। এই টাকা আমি আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করেছি।
মোমেনা বলেন, বর্তমানে আমি অনেক কষ্টে জীবন যাপন করছি।