নিজস্ব প্রতিবেদক : বাংলা বছরের আশ্বিন মাস চলছে। আশ্বিনের মাঝামাঝি এই সময়ে তীব্র গরমের মধ্যে যেন স্বস্তির ছোঁয়া এনে দিয়েছে বৃষ্টি। কিন্তু বিপত্তি অন্যখানে, আশ্বিনের এই বৃষ্টিতে মঙ্গলবার জলমগ্ন হয়ে যায় পুরো রাজধানী।
বিশেষ করে রাজধানীর নিউমার্কেট, নাজিম উদ্দিন রোড, মালিবাগ এলাকার অনেক জায়গা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। এমনকি মেয়র হানিফ ফ্লাইওভার, মালিবাগ ফ্লাইওভারের অনেক জায়গায় জমে যায় পানি।
এ ছাড়া মিরপুরের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেক সড়কে পানি জমে যায়।
রোববার দুপুর ১২ টার দিকে শুরু হওয়া মুষলধারের বৃষ্টি টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে।
ঢাকা শহরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা নতুন কিছু নয়। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেককেই ক্ষোভ প্রকাশ করেছেন।
জহিরুল ইসলাম নামে এক জন লিখেছেন, দিন যায়…মাস যায়…বছর যায়… জলাবদ্ধতা আর যায়না!
মোহাম্মদ সাকের উজ্জামান নামে একজন ভিডিও পোস্ট করে লিখেছেন, মালিবাগ-বাংলামটর সৈকত।