নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অভিনন্দন জানিয়েছে। সম্প্রতি ইউনিসেফের চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ ও জিএভিআই’র ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত এবং জাতিসংঘ কর্তৃক বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়। ২ অক্টোবর বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এক অভিনন্দন বার্তায় বলেন, জননেত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। ১৯৭৫ পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনা মানুষের মানবিক মর্যাদা, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে নিরসলভাবে দক্ষতার সাথে কাজ করছেন। তাঁর সফল নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। তাঁর আদর্শ ও গুণাবলী সকলের মধ্যে সঞ্চারিত ও প্রসারিত করতে হবে।