নড়াইলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায়,উত্তাল সরকারি উচ্চবিদ্যালয়,পুলিশের প্রশংসনীয় ভূমিকা

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ২ শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় উত্তাল স্কুল ক্যাম্পাস।এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী’রা সড়কে বিক্ষোভসহ ডিসি অফিস ঘেরাও করে। আজ (৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে স্কুলের সামনের সড়কে বিক্ষোভ করে স্কুলের ছাত্র’রা। পরে শিক্ষার্থী’রা জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে। নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের লাঞ্চিত শিক্ষক মঞ্জুর হোসেনসহ শিক্ষক’রা জানান,কয়েক দিন আগে বিদ্যালয়ের এক ছাত্র’কে বহিঃস্কার করা হয়,এই বহিস্কারাদেশ তুলে নিতে,প্রধান শিক্ষককে চাপ দেন,শহরের পরশ ও নাহিদ নামের দুই যুবক। সেটা না মানায় তারা প্রধান শিক্ষকের উপর ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের লাঞ্চিত করে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের আরেক শিফটেড়র ছাত্র’রা গেটের বাইরে কেন গেলো অযুহাতে প্রধান শিক্ষককে লাঞ্চিত করাসহ সহকারি শিক্ষক মঞ্জুর এর কলার ধরে লাঞ্চিত করলে,ছাত্র’রা বিক্ষুব্ধ হয়ে সড়কে বিক্ষোভ করে ও ডিসি অফিস ঘেরাও করে। এসময় কয়েকজন ছাত্র জেলা প্রশাসক মোহাম্মদ হাবীবুর রহমানের সাথে কথা বলে তাদের অভিযোগ তুলে ধরলে,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,দোষীদের শাস্তির আশ্বাস দিলে ছাত্র’রা বিদ্যালয়ে ফিরে আসে,ছাত্র’রা বিদ্যালয়ে ফিরে এসে পুনরাই আবারও বিক্ষোভ করে। বিক্ষুব্ধ ছাত্র’রা এ ঘটনায় দোষী দুইজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন,আমাদের সামনে আমাদের স্যারকে লাঞ্চিত করবে এটা আমরা মেনে নিতে পারি না,আমরা পরশ ও নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে অভিযুক্ত পরশ শিক্ষকদের লাঞ্চিতের অভিযোগ অস্বিকার করে সাংবাদিকদের বলেন,বিদ্যালয়ের সামনে অনেক সময় বাসসহ বিভিন্ন পরিবহনের কারনে যানযট লেগে থাকে। বিদ্যালয়ে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী’রা,গেটের বাইরে অবস্থান করে বিষয়টি প্রধান শিক্ষককে জানানোর জন্য আমি ও নাহিদ প্রধান শিক্ষকের সাথে কথা বললে,তিনি আমাদের সাথে যায়গাটা দেখতে আসেন,এসময় শিক্ষক মঞ্জুর শিক্ষার্থীদের উস্কে দিয়ে আমাদের সাথে অশোভন আচারন করান বলে অভিযোগ করেন তারা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন,দোষীদের শাস্তির আশ্বাসে ছাত্র’রা বিক্ষোভ বন্ধ করেছে,বিদ্যালয়ের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে ডেকেছেন,স্যারের সাথে বৈঠক করে পরে আপনাদের জানাবো। তবে এখন পরিস্থিতি শান্ত আছে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিক্ষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি,এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *