সিরাজগঞ্জের এম মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী,অন্তঃ ও বহিঃ বিভাগ কার্যক্রম শুরু

Uncategorized স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের এম মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালে অনানুষ্ঠানিক জরুরী,অন্তঃ ও বহিঃ বিভাগ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে অনানুষ্ঠানিকভাবে জরুরী,অন্তঃ ও বহিঃ বিভাগ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রোজ প্রায় শতাধিক রোগী অর্থোসার্জারি বহিঃবিভাগে সেবা পাচ্ছেন, বলছিলেন ডা. রাজ কামাল আহমেদ।
গতকাল মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর, সার্জারি বিভাগে প্রথমবারের মত ১ জন রোগীর ল্যাপারোস্কপি অপারেশন করা হয়েছে।

সাথে সেখানে চালু করা হয়েছে ১০০০এম এ এক্সরে এবং অত্যাধুনিক ল্যাবরেটরি সেবা। খুব শীঘ্রই হাসপাতালে শুরু হবে অর্থোসার্জারি ও গাইনি অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম।

উল্লেখ্য যে,কোভিড ১৯ মহামারীর প্রথম থেকেই অত্র মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সনাক্তকরন পরীক্ষা নিয়মিতভাবে চালু রয়েছে।

চিকিৎসকদের মতে, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটি সিরাজগঞ্জ ও আশেপাশের আপামর জনসাধারণের চিকিৎসা সেবায় বিরাট ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *