বাগেরহাটের সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসার ১২ জন শিক্ষকের নামে জাল জালিয়াতির মাধ্যমে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের প্রথম মামলা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ জাল-জালিয়াতি ও অসাধুভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক অর্থ আত্মসাৎ এর অভিযোগে বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের প্রথম মামলা দায়ের করা হয়েছে।মামলাটি দায়ের করেছেন বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ শাহরিয়ার জামিল উক্ত মামলাটি রুজু করেন। মামলার বিবরণে জানা যায়, সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, মোড়েলগঞ্জ, বাগেরহাটের ১২ জন শিক্ষকের নামে জাল জালিয়াতির মাধ্যমে জনপ্রতি ২.০০ লক্ষ টাকা করে মোট ১২ টি ভোগ্যপণ্য ঋণ মঞ্জুর পূর্বক উক্ত ১২ টি ঋণের বিপরীতে সর্বমোট ২৪ লক্ষ টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেন যার বর্তমান সুদাসলে দায় স্থিতি ৪৩,২৭,৪৫২ টাকা।

উক্ত মামলার আসামিরা যথাক্রমে, মিসেস সাফিয়া বেগম (৬৭), সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত), অগ্রণী ব্যাংক লি., মোড়েলগঞ্জ শাখা, মোড়েলগঞ্জ, বাগেরহাট; স্বামী: মৃত মজিবুর রহমান ফকির, সাং: বারইখালী, ডাকঘর ও উপজেলা: মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাট, সৈয়দ শিয়ন সাইফ (৩৭), অফিসার ক্যাশ (ঋণ কর্মকর্তা), বর্তমানে বরখাস্ত, অগ্রণী ব্যাংক লি., মোড়েলগঞ্জ শাখা, মোড়েলগঞ্জ, বাগেরহাট; পিতা: মৃত সৈয়দ নাজমুল হক, গ্রাম: নওয়াগ্রাম, ডাকঘর: এন এস খোলা, উপজেলাঃ লোহাগড়া, জেলা: নড়াইল এবং আবদুল্লাহ আল মাসুদ (৪৮), সহকারী শিক্ষক, সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, মোড়েলগঞ্জ, বাগেরহাট; পিতা: মো: মোশাররফ হোসেন, গ্রাম+ডাকঘর: সোনাখালী, থানা মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাট।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামীরা পরস্পর যোগসাজসে সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, মোড়েলগঞ্জ, বাগেরহাটের ১২ জন শিক্ষকের নামে জাল জালিয়াতির মাধ্যমে জনপ্রতি ২.০০ লক্ষ টাকা করে মোট ১২ টি ভোগ্যপণ্য ঋণ মঞ্জুর পূর্বক উক্ত ১২ টি ঋণের বিপরীতে সর্বমোট ২৪ লক্ষ টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেন যার বর্তমান সুদাসলে দায় স্থিতি ৪৩,২৭,৪৫২ টাকা। সরকারী কর্মচারী হয়ে অপরাধমূলক অসদাচরণ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জাল-জালিয়াতি ও অসাধুভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক আত্মসাৎ করায় দন্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ শাহরিয়ার জামিল উক্ত মামলাটি রুজু করেন।

উল্লেখ্য বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় উদ্বোধন এর পর এটাই প্রথম মামলা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *