সুমন হোসেন, (যশোর) ঃ
যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়
৪টি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার গয়ারাম রোড, বেজপাড়া ও চার খাম্বার মোড়, সদর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গয়ারাম রোডের বেজপাড়া এলাকায় এ. কে. গোল্ড টি হাউজ কে নোংরা পরিবেশে এবং অস্বাস্থ্যকর উপায়ে চা পাতা প্রক্রিয়াকরণ ও প্যাকেটজাতকরণ করার দায়ে ৫ হাজার টাকা।
বর্ণা সুইটস নিরামিষ হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার তৈরীর জন্য ৩ হাজার টাকা।
চার খাম্বার মোড় এলাকায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ছত্রাকযুক্ত দই ও বাসি-পুরানো মিষ্টি বিক্রি করার দায়ে ৭ হাজার টাকা।
ফুয়েল অভেন সার্ভিসকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস বিক্রি করার জন্য ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৪টি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা কালে এলপি গ্যাসের দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব।
এসময় সার্বিক সহযোগিতা করেন ক্যাব, যশোর এর সদস্য মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান কতৃপক্ষ।