৪ টি সু-৩০ যুদ্ধবিমান রাশিয়া থেকে আনছে মায়ানমার জান্তা সরকার

Uncategorized আন্তর্জাতিক



সামরিক বিশ্লেষক ঃ খুব শীঘ্রই আরো চারটি সুখোই-৩০ যুদ্ধবিমান দেশে আসবে বলে মায়ানমারের সংবাদ মাধ্যমকে জানিয়েছে জান্তা সরকারের এক মুখপাত্র।
সুতরাং গত মার্চ মাসে দূইটি সূখোই-৩০ যুদ্ধবিমান সরবরাহের যে গুজব উঠেছিল, তা সত্য বলে প্রমাণিত হলো।

জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন বিদেশি এক জার্নালে বলেন, চলতি মাসে রাশিয়া সফরকালে যুদ্ধবিমান গুলো সরবরাহের ব্যাপারে রুশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তিনি বলেন, যুদ্ধবিমানগুলো শিগগিরই সরবরাহ করা হবে। উল্লেখ্য মায়ানমার ২০১৮ সালে ২৪০মিলিয়ন ডলারে ছয়টি সুখোই-৩০ যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করেছিল। কিন্ত নানা জটিলতার পরে এ বছর যুদ্ধবিমান সরবরাহ করে রাশিয়া।

আর এগুলো সবচেয়ে আধুনিক এসএমই মডেল বলে নিশ্চিত করেছে জান্তা সরকার। কিন্ত এত কম মূল্যে কীভাবে এই মডেলের যুদ্ধবিমান সরবরাহ করা হচ্ছে , তা নিয়ে ডিফেন্স কমিউনিটিতে রয়েছে নানান আলোচনা সমালোচনা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *