যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত সন্ত্রাসী জনি @ কালা জনি অস্ত্র-গুলি সহ গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


সুমন হোসেন (যশোর) ঃ যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ যশোর।

এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, যশোরের তত্ত্বাবধানে ওসি কোতয়ালী মডেল থানা ও এসআই সালাউদ্দিন খান এর নেতৃত্বে গত রবিবার ২৫ সেপ্টেম্বর ৮ টা ৪৫ মিনিটের সময় কোতয়ালী মডেল থানাধীন খোলাডাঙ্গা হতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী (১) জনি @ কালা জনিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জনি @ কালা জনির তথ্য মতে কোতয়ালী মডেল থানাধীন মন্ডলগাতি সাকিনস্থ মন্ডলগাতি টু খোলাডাঙ্গা গ্রামের কাঁচা রাস্তা সংলগ্ন মোঃ মালেক (৮০) এর ধানী জমির পশ্চিম পাশে চারা খেঁজুর গাছের নিচে ঝোপের মধ্য হতে আসামীর বের করে দেওয়া মতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যে অস্ত্র-গুলি নিজের দখলে রেখেছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতোপূর্বে মাদক, চাঁদাবাজিসহ ১০টা মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতার কৃত আসামীর নাম-ঠিকানা যথাক্রমে, জনি @ কালা জনি (৪০), পিতা- লুৎফর রহমান, মাতা- মমতাজ বেগম, সাং- খোলাডাঙ্গা (কালীতলা), থানা- কোতয়ালী, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতের বিবরন যথাক্রমে, দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একটা ওয়ান শুটারগান। এক রাউন্ড তাজা কার্তুজ। গ্রেফতার কৃত সন্ত্রাসীর বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *