নিজস্ব প্রতিবেদক ঃ গত শনিবার ২৫ সেপ্টেম্বর, রাজধানীর খিলক্ষেত ও উত্তরায় এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে মেসাস ইসরাইল তালুকদার (নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার ), জোয়ার সাহারা, খিলক্ষেত, ঢাকা-কে ও কসমো ফিলিং স্টেশন, প্লট-৬৯, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-কে ২টি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলি ও ৪০ মিলি কম প্রদান করায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন।