হাতিয়ায় কোস্ট গার্ড কর্তৃক ডাকাত দলের ৫ সদস্য আগ্নেয়াস্ত্র সহ আটক

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ টার সময় নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন মেঘনা নদী সংলগ্ন ঘাইসার চরে, একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ ডাকাত দল অস্ত্র নিয়ে (খোকন এবং ফোকরা বাহিনী) সংঘর্ষে লিপ্ত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি অবগত হয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ডাকাত দলের সদস্যদের আটকের জন্য ৩ টি সেকশন সহকারে ঘাইসার চরে অভিযান পরিচালনা করে।

ডাকাত দল কোস্ট গার্ড সদস্যদের উপস্থিত টের পেয়ে বিছিন্ন হয়ে নৌকাযোগে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের অভিযানিক দল বিশেষ স্পীড বোট সহকারে তাদের পিছু ধাওয়া করে।

একপর্যায়ে লক্ষিপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আব্দুল্লাহ থেকে ৩টি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা গোলা, ৬ টি রামদা এবং ৫ টি বল্লমসহ কুখ্যাত ডাকাত “খোকন বাহিনীর” অন্যতম ৫ সদস্যকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *