মামুন মোল্লা (খুলনা) ঃ বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর, বিকাল সাড়ে ৪ টায় সোনাডাঙ্গা মডেল থানাধীন ৪ ও ৫ নং বিটের সমন্বয়ে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের নিচ তলায় কমিউনিটি সেন্টারে অসাম্প্রদায়িক চেতনায় সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে কেসিসি’র ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম।
এছাড়াও সামাজিক-সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) আতিক আহমেদ চৌধুরী; পিআই (সোনাডাঙ্গা জোন) সৈয়দ মোশাররফ হোসেন, কেসিসির ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ-সহ বিট পুলিশিং ফোরাম নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, সাংবাদিক, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং সাধারণ জনগন।
