আইসিসির সদস্যপদ ফিরে পাচ্ছে জিম্বাবুয়ে

এইমাত্র খেলাধুলা

 

স্পোর্টস ডেস্ক : এ বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছিলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দেশের ক্রিকেট বোর্ডে সরকার হস্তক্ষেপ করছে এমন অভিযোগেই এ শাস্তি দিয়েছিলো আইসিসি। তবে চার মাসের মাথায় হারানো পদ ফিরে পেতে যাচ্ছে হ্যামিল্টন মাসাকাদজাদের দেশটি। বোর্ডের কোনো কর্মকাণ্ডে সরকারি হস্তক্ষেপ নেই দেখিয়ে এই চার মাসের কার্যক্রম পালন করেছে তারা। আগামী ১২ অক্টোবর আইসিসির বার্ষিক সভাতে এই সুখবর পেতে পারে জিম্বাবুয়ে।


বিজ্ঞাপন

আইসিসির শাস্তি আসার পর থেকে আমূল পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে। ক্রিকেটের নিয়ন্ত্রকদের নির্দেশে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠন করে। এই শর্ত পালনে এখন খুব বেশি সচেষ্ট দেশটির বোর্ড। আগামী শুক্রবার বোর্ড সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেবেন জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী। ওই সভা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তথ্য দিয়েছে ক্রিকইনফো।


বিজ্ঞাপন

সদস্য পদ বাতিল হওয়ার পর সম্প্রতি বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে। তবে ভারত তাদেরকে বাদ দিয়েছে আসন্ন একটি টি-টোয়েন্টি সিরিজ থেকে। সদস্যপদ স্থগিত থাকায় জিম্বাবুয়ের বদলে শ্রীলঙ্কাকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *