দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সরকারি সফরে নৌবাহিনী প্রধানের লেবানন যাত্রা

Uncategorized অন্যান্য

কুটনৈতিক প্রতিবেদক ঃ রবিবার ২ অক্টোবর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সরকারি সফরে নৌবাহিনী প্রধানের লেবানন গমন। নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল রবিবার লেবাননের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালীন সময়ে নৌবাহিনী প্রধান লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মরিস স্লিম (অব.), সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল জোসেফ খালিল আউন, নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন হাইথাম ড্যানাউই,এবং লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরে তিনি ইউনিফিল সদর দপ্তরে মেরিটাইম টাস্ক ফোর্সের কমান্ডার রিয়ার এডমিরাল আন্দ্রেয়াস মুগে, মিশন প্রধান ও ফোর্স কমান্ডার মেজর জেনারেল আরল্ডো লাজারো সেঞ্জ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরে নৌবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এর বিভিন্ন অপারেশনাল কর্মকান্ড পরিদর্শনের পাশাপাশি জাহাজে কর্মরত নৌসদস্যদের সাথে মতবিনিময় করবেন।

সফর শেষে নৌবাহিনী প্রধান আগামী ১২ অক্টোবর ২০২২ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যায়।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *