কুটনৈতিক বিশ্লেষক ঃ সীমান্ত পরিস্হিতি জটিল, টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা।
নাফ সীমান্তের ঠিক ওপারে মায়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্টির তীব্র সঙ্ঘাতের জের ধরে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় টেকনাফ থেকে কোন পর্যটকবাহী জাহাজ এবছর সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবেনা।
পরিবর্তে সরাসরি কক্সবাজার বা চট্রগ্রাম থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাতায়াত করবে। নাফ নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড।
একইসাথে বন্ধ হয়ে গেছে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। মায়ানমার থেকে পণ্যবাহী বোট আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় অনানুষ্ঠানিকভাবে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ আছে।
রাখাইন অঞলে একেরপর এক নিজেদের সেনা ঘাঁটি হারানোর প্রেক্ষিতে মায়ানমার আর্মি আরাকান অবরোধ করে আছে।যার কারণে রাখাইনে কোন ধরনের পণ্য সরবরাহ হচ্ছেনা। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম অভাব দেখা দিয়েছে ওপারে।
ইরাবতী সংবাদমাধ্যমকে দেয়া এক অডিও সাক্ষাৎকারে স্হানীয় একজন জানিয়েছেন তারা কলাগাছ খেয়ে দিনাতিপাত করছেন। (সুত্রঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)
