ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাফুফে

এইমাত্র খেলাধুলা

নিজস্ব প্রতিবেদক : নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা-প্যারাগুয়ের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশার মধ্যে ফুটবল ফেডারেশন। বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়, বলে জানিয়েছেন বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলের ঢাকায় আসা নিয়ে গুঞ্জনের মধ্যেই, আরও একটা নতুন সংবাদ যোগ হলো বাংলাদেশ ফুটবলে। আসছে মাসেই নাকি দ্বিতীয়বারের মতো ঢাকা আসবে লিওনেল মেসির আর্জেন্টিনা।


বিজ্ঞাপন

তবে, এবার আর কোন বাংলাদেশি সংবাদ মাধ্যম নয়, খবর নিশ্চিত করেছে খোদ ল্যাতিন অ্যামেরিকার দেশ প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন। কারণ, তারাই যে থাকবে আলবেসিলেস্তাদের প্রতিপক্ষ। তাদের অফিসিয়াল টুইটার এবং ফেসবুক পেজে ম্যাচের সূচি এবং সময়টাও জানিয়ে দিয়েছে তারা।

১৫ নভেম্বর আরেক ল্যাতিন দেশ ভেনেজুয়েলার সঙ্গে একটি এবং ১৮ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে নামবে প্যারাগুয়ে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো আল্বেসিলেস্তে’তেও এসেছে একই খবর। এমনকি ভেনেজুয়েলা ফেডারেশনও সত্যতা দিয়েছে সংবাদটির।

তবে, আকাশী নীলদের ফুটবল ফেডারেশন নিশ্চিত করেনি কিছুই। একই পথে হেঁটেছে বাংলাদেশ ফুটবলের অভিভাবক সংস্থাও।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার ম্যাচের বিষয়ে একটা প্রস্তবনা আসে। এটা আমরা আলোচনার মাধ্যমে কতদূর নিয়ে যেতে পারি সেটা জানাবো।

কিন্তু সম্ভাবনা যে একটা আছে, তা স্বীকার করেছেন বাফুফে সাধারণ সম্পাদকও।

আবু নাইম সোহাগ বলেন, আমাদের সদইচ্ছা কোন অভাব নেই। এখানে দুইতিনটা ইস্যু রয়েছে। এর বাইরে একটা আর্থিক বিষয় রয়েছে। সেটা নিয়ে কাজ চলছে।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিলো আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিলো মেসির দল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *