মোঃ রফিকুল ইসলাম (নড়াইল) ঃ বুধবার ১২ অক্টোবর বিকেলে এসআই (নি:) হতে ‘পুলিশ পরিদর্শক’ পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত একজন সৎ, চৌকস ও পেশাদার পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপারের কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
এরপর পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিহির কান্তি পাল কে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্প্রতি উক্ত পুলিশ কর্মকর্তার পদোন্নতিসহ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) বদলি হয়েছে।
তিনি দীর্ঘদিন যাবৎ রিজার্ভ অফিসার (আর,ও-১) হিসেবে নড়াইলে যথেষ্ট সুনাম, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেছেন।
এ সময় নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
