ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩ জন। শনিবার স্থানীয় সময় সকাল ৭টার এ হামলার ঘটনা ঘটে।
ব্রুকলিন সোশ্যাল ক্লাবে ওই বন্দুক হামলা সংগঠিত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রেখেছে।
দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, ৭৪ ইউটিকা অ্যাভিনিউ থেকে গুলি চালানো হয়। অনলাইন ম্যাপের মতে এটা একটা সোশ্যাল ক্লাব। তবে, ভবন থেকে কিভাবে গুলি চালানো হয়েছে পুলিশ তা জানাতে পারেনি।
এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তাছাড়া কারা এ হামলা করেছে তাও জানা যায়নি।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তারা ৭ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। এরমধ্যে ৬ জন পুরুষ ও এক নারী ছিলেন। তবে তাদের মধ্যে ৪ জনই হাসপাতালে নেয়ার আগে মৃত্যুবরণ করেন। এছাড়া আরো ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।