নড়াইলে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয়

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
গত (১১ অক্টোবর) নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং জাস্টিস এন্ড কেয়ার এর সহযোগিতায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন। প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন,মোশারফ হোসেন বিপিএম,অ্যাডিশনাল আইজিপি (অবসরপ্রাপ্ত),বাংলাদেশ পুলিশ। এসময় প্রধান অতিথি বলেন,মানব পাচার হচ্ছে একটি ভয়ানক অপরাধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অর্থনৈতিক সংকট কাটাতে বা উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষ প্রতিনিয়ত পাচারের শিকার হচ্ছে। কিছু অর্থলোভী,অসৎ ব্যক্তি এবং দালালের খপ্পরে পড়ে এভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে অনেক মানুষের জীবন। তিনি আরো বলেন,মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ প্রণয়ন এবং ২০১৭ সালে এর অধীনে বিধিমালা প্রণয়ন করেছে। এছাড়াও তিনি এ সময় মানব পাচারের কারণ,কুফল এবং মানব পাচার প্রতিরোধ ও দমনে সরকারের গৃহীত ব্যবস্থা এবং এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিকল্পে পুলিশের করণীয় ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। আলোচনা সভায় নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *