পিরোজপুর প্রতিনিধি: উন্নয়নের সুনাম শেখ হাসিনার অবদান আর এই মন্ত্র দিয়ে গ্রাম থেকে শহরে ব্যাপক অগ্রযাত্রা ছড়িয়ে পড়ছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হযরত রাবেয়া বশরি মহিলা মাদ্রাসার সাইক্লোন সেন্টারের শুভ উদ্বোধন করেন। সিডরের পর থেকেই সরকার ঘূর্ণিঝড় থেকে বাচাতে জনগণের জন্যে মহাপরিকল্পনার উদ্যোগ হাতে নেয়। আর তারই সঠিক বাস্তববাযন রাবেয়া বশরি মহিলা মাদ্রাসার সাইক্লোন সেন্টার স্থাপন। এ সময়ে নেছারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন সহ মুক্তিযোদ্বা জাহিদ উদ্দিন, আ’লীগের সভাপতি আ. হামিদ, মাদ্রাসার সভাপতি মো. ফারুক, প্রফেসর আ. সালাম হাওলাদার, কলেজ ডিমেনেস্টর মীরা চৌধুরী, কাউন্সিলর সরোয়ার ও কাউন্সিলর বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও এলাকার বহু গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এদিকে এলাকায় সকাল থেকেই সাজ সাজ উৎসবে পরিণত হয়। কয়েক শতাধিক মানুষ মিলিত হয় সাইক্লোন সেন্টারের উদ্ভোধন দেখতে।