মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের মির্জাপুরে সামাজিক সম্প্রীতি উন্নয়নে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর শনিবার সন্ধায় ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান এস এম আনিসুল ইসলামের আয়োজনে ইউনিয়নের মানুষের সামাজিক সম্প্রীতি, সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ব মজবুত কল্পে ঐতিহ্যবাহী মির্জাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উক্ত প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে বিছালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে সকলের মঙ্গল কামনায় দোয়া, মোনাজাত পরিচালনা করেন গাজী আনারুল ইসলাম। এরপর এক বিশাল প্রীতিভোজন অনুষ্ঠিত হয়। এসএম আনিসুল ইসলামের আহবানে ইউনিয়নবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং এমন সামাজিক উদ্যোগ এবং সুন্দর- সুশৃঙ্খল আয়োজনে সন্তোষ প্রকাশ সহ ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজক এস. এম আনিসুল ইসলাম বলেন, ইউনিয়নের হাজার হাজার শান্তিপ্রিয় মানুষ আমার ডাকে একবেলা খাবার খেতে আসেননি; তারা যে আমাকে ভালোবাসে এটাই তার প্রমান। আনিসুল ইসলাম আরো বলেন, আমি সব সময় বিছালী ইউনিয়নের মানুষের সামাজিক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবিরাম কাজ করে চলেছি। কিন্তু সমাজের সামান্য গুটিকয়েক নোংরা মানসিকতার মানুষ সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা করে চলেছে ; যা নিন্দনীয় ও ঘৃণিত। তিনি যে কোন পরিস্থিতিতে যে কোনো মূল্যে বিছালী ইউনিয়নের আপামর শান্তিপ্রিয় মানুষের সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। ভোজের সার্বিক তদারকিতে ছিলেন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত এক ঝাঁক স্বেচ্ছাসেবক। উপস্থিত হাজার হাজার মানুষ এভাবেই প্রীতিভোজের উপলক্ষ নিয়ে একত্রিত হয়ে একে-অপরের সাথে ঐক্যবদ্ধতা, সম্পর্ক উন্নয়ন এবং সম্প্রীতির বন্ধন মজবুত করে সমাজে শান্তি শৃঙ্খলার সাথে জীবনযাপন করার আশাবাদ ব্যাক্ত করেন। তারা এস এম আনিসুল ইসলামের উদ্যোগকে সাধুবাদ জানান। প্রীতিভোজ শেষে সবাই একে-অপরের সাথে বুকে বুক মিলিয়ে বিদায় নেন,যেন ঈদের আনন্দ ছিলো।