নিজস্ব প্রতিনিধি : বদলে যাও বাংলাদেশ ও বেকার ভূমিহীন ও অসহায় উন্নয়ন সোসাইটি কর্তৃক শেখ রাসেল এর ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুনামেন্টের ৩য় দিনের খেলায় গতকাল সুটিয়াকাঠি সিক্সারস বনাম উজ্জ্বল স্মৃতি মুখোমুখি হয়। খেলাটি দারুন প্রতিন্ধিতা পূর্ণ হয়। প্রতিন্ধিতাপূর্ণ খেলায় সুটিয়াকাঠি সিক্সারস উজ্জ্বল স্মৃতিকে পরাজিত করে। ৫ উইকেট নিয়ে সুটিয়াকাঠি সিক্সারস এর বোলার সৈকত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সংগঠনের প্রচার সম্পাদক মো. সবুজ সরদার ও সংগঠনের নির্বাহী সদস্য মো. ইমরান, মাহবুব ও মিরাজ উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার ২য় দিনের খেলায় লিটল ফাইটারস বনাম প্লাস ঘাট দল দুটি প্রতিন্ধতি করে। প্রতিন্ধিতাপূর্ন খেলায় প্লাস ঘাট ছয় উইকেটের ব্যবধানে লিটল ফাইটারকে পরাজিত করে। ২০ বলে ৩৬ রান করেন খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় প্লাস ঘাটের ব্যাটসম্যান রাকিব। রাকিবের হাতে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন (রাজু) ও সংগঠনের নির্বাহী সদস্য মো. জসিম। খেলার ফাইনাল আগামী ১৮ই অক্টোবর ২০১৯, রোজ শুক্রবার, চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, সুটিয়াকাঠি, নেছারাবাদ, পিরোজপুরে অনুষ্ঠিত হবে। শেখ রাসেল টি-২০ ক্রিকেট কাপের মিডিয়া পার্টনার দৈনিক সকালের সময়।