নবীন লীগ সভাপতি খুনের ঘটনায় থমথমে দুর্গাপুর

অপরাধ আইন ও আদালত এইমাত্র জীবন-যাপন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা নবীন লীগের সভাপতি কাওসার তালুকদার খুনের ঘটনায় উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদরের সকল দোকান পাঠ সকাল থেকে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন। এদিকে বালু বাহী ট্রাক চলাচল করতে না পারায় বিপাকে বালু ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় ভাংচুরের ভয়ে কোন বাস, ট্রাক, আটো রিক্সা, সিএনজিসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রেখেছে চালকরা। এতে বিপাকে পড়েছে সাধারন জনগণ এবং ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন

এদিকে কাওসারের হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। চলছে মোটর সাইকেলের মহরা। ফলে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। অচিরেই মূল আসামিকে গ্রেপ্তার করার দাবীতে নির্বাহী কর্মকর্তা নিকট স্বারকলিপি দিয়েছে বিক্ষোভকারীরা। তবে কোন হরতাল ডাকা হয়নি বলেও জানায় স্থানীয়রা।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শহরে কোন প্রকার হরতাল ডাকা হয়নি। অনেকেই নিজেদের ইচ্ছা অনুযায়ী দোকানপাট বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় উপজেলা আওয়ামী নবীন লীগ সভাপতি কাওসার তালুকদারকে খুন করে দুর্বৃত্তরা। নিহত কাউসার উপজেলার বাকলজোড়া ইউনিয়ন গুজিরকোনা গ্রামের মৃত আলাল উদ্দিন তালুকদারের ছেলে। এ ঘটনায় জেলা বিএনপির সহ সভাপতি আবুচানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে কাওসারের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *