নিজস্ব প্রতিনিধি : বদলে যাও বাংলাদেশ ও বেকার, ভূমিহীন ও অসহায় উন্নয়ন সোসাইটি আয়োজিত শেখ রাসেলে ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ৬ দিন ব্যাপী টি-২০ টুনামেন্ট শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল শুক্রবার দুপুর ৩ ঘটিকায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় মুখোমুখি হবে প্লাস ঘাট যুব সংঘ বনাম প্লান বি। ফাইনালে দুটি দলই শক্তিশালী। তাদের তুমুল লড়াই উপভোগ করবে দর্শকরা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ মামুন বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ফাইনাল অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে শেখ রাসেল এর ৫৫তম জন্মবার্ষিকী কেটে উদযাপন করা হবে।
এর আগে বৃহস্পতিবার টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনালে সুটিয়াকাঠি সিক্সারস বনাম প্লাস ঘাট যুব সংঘ মুখোমুখি হয়। খেলায় দুরন্ত কাটাখালী কে ৬ উইকেটের ব্যবধানে প্লাস ঘাট পরাজিত করে। প্লাস ঘাট যুব সংঘের বোলার জয় সরকার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। দ্বিতীয় খেলায় সুটিয়াকাঠি সিক্সারস বনাম প্লান বি মুখোমুখি হয়। প্লান বি ৭ উইকেটে সুটিয়াকাঠি সিক্সারসকে পরাজিত করে। সুটিয়াকাঠির ব্যাসম্যান সুশান্ত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান (সজিব), প্রচার সম্পাদক মো. সবুজ, মো. আলাউদ্দিন (রাজু), জসিম, ইমরান, মিরাজ, আম্পায়ার মো. সালাউদ্দিন প্রমুখ।
এর আগে বুধবার অনির্বান যুব সংঘ ও দুরন্ত কাটাখালী প্রথম পর্বের শেষ খেলায় প্রতিন্ধিতা করে। দুরন্ত কাটাখালী অনির্বান যুব সংঘকে পরাজিত করে। দুরন্ত কাটাখালীর সফিক ৫৩ রান ও সাইন বোলিংয়ে ৩ ইউকেট ও ব্যাটিংয়ে ২১ রান করে যৌথ ভাবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। টুনামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক সকালের সময়।