নড়াইলে ১৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত,নকলমুক্ত ও শান্তিপুর্ণ পরিবেশে এইচএসসি সমমান পরীক্ষা শুরু

Uncategorized শিক্ষাঙ্গন

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। (৬ নভেম্বর) রবিবার সকাল থেকেই সারা দেশের সাথে নড়াইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৫ হাজার ৫শ ৬৪ জন,এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫ হাজার ৪শ ২০ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪৪ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর অধিকাংশই ছাত্রী বলে
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়।
এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪ হাজার ৬শ ৩৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ হাজার ৫শ ৩৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন। এইচএসসি ভোকেশনালে ৭৭ জন পরীক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ব্যবসায় ব্যবস্থাপনায় ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। পরীক্ষার্থীর সংখ্যা ২৩জন। আলিম পরীক্ষায় ৩২০জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২২জন। এদিকে পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে,নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিন পরীক্ষা সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *