৬ ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠান যাবে

অর্থনীতি

দেশের ছয়টি বেসরকারি ব্যাংক থেকে গ্রাহকরা এখন মোবাইলভিত্তিক অর্থ লেনদেন ব্যবস্থা বিকাশে টাকা পাঠাতে পারবেন। বিকাশ অ্যাপ ও ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন এ সেবা নিতে পারছেন ব্যাংকগুলোর গ্রাহকরা।


বিজ্ঞাপন

এদিকে বিকাশে অর্থ প্রদানের সুবিধাপ্রাপ্ত ব্যাংকগুলো হলো- ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ ব্যাপারে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ সেবার মাধ্যমে ছয় ব্যাংকের গ্রাহকরা তাদের হিসাব থেকে তাৎক্ষণিক বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারবেন।’ পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকের গ্রাহকদেরও এ সেবা দিতে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন বিকাশের কর্মকর্তারা।

জানা গেছে, বর্তমানে সারা দেশে তিন কোটি ১০ লাখের বেশি বিকাশ গ্রাহক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *