বিনোদন প্রতিবেদক ঃ বাংলা চলচ্চিত্রের ভার্সেটাইল অভিনেত্রী শাবনূর। যিনি দুই দশকের একের পর এক কালজয়ী চরিএে অভিনয় করে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন।
অসাধারন অভিনয়গুনে পেয়েছেন রের্কড সংখ্যক ১২ বার দর্শক জরিপে বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেত্রী মেরিল প্রথম আলো পুরস্কার। অথচ তিনি ১২ বছর হলো সিনেমা থেকে দুরে।
শাবনুরের ফিটনেস বর্তমানে যে পর্যায়ে আছে তাতে জীবনঘনিষ্ট এবং সাহিত্যেনির্ভর মুভি দিয়ে কামব্যাক করলে চমৎকার হবে।
শাবনুর যদি বর্তমান প্রজন্মের মেধাবী সৃজনশীল পরিচালকদের ডিরেকশনে দুর্দান্ত নারীপ্রধান চরিত্রে কামব্যাক করে তাহলে অন্তত বর্তমান প্রজন্ম তার মুগ্ধ করা অভিনয়শৈলি পর্দায় দেখতে পাবে।
গল্পনির্ভর সিনেমাতে এই ফিটনেস নিয়ে খুব সহজেই মানিয়ে নিতে পারবে। সিনেমা ইন্ডাস্ট্রির স্বার্থে শাবনূরের মতো অভিনয় জানা মেধাবী এই অভিনেত্রীকে বর্তমান সময়ের মেধাবী পরিচালকরা যদি কামব্যাক করাতে পারে তাহলে ভালোকিছুই হবে।