বিএনপি-জামায়াতের রাজনীতি ভুলের বালু চরে: নাসিম

এইমাত্র জাতীয় রাজনীতি

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি-জামায়াতের রাজনীতি এখন ভুলের বালু চরে আটকে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি।


বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনী মাঠ থেকে পালানোর দলকে জনগণ আর আস্থায় নেবে না।


বিজ্ঞাপন

সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরে পানি উন্নয়ন বোর্ডের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গি দমন করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। উন্নয়ন অগ্রগতির কৌশলী পদক্ষেপ নিয়ে দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে।

যমুনাপাড়ের খুদবান্দিতে ভাঙনরোধ প্রকল্পের ২০৭ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *