মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল কেন্দ্রীয় পুরাতন বাস টার্মিনাল কাচা বাজারে পৌর-মেয়র আঞ্জুমান আরা (২১ নভেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় পুরাতন বাস টার্মিনাল কাচা বাজারে গিয়ে অসহায় একাধীক কাঁচামাল ব্যবসায়ীদের উচ্চস্বরে বলেন,কেন এখানে দোকানদারী করছিস এবং কার অনুমতী নিয়ে ব্যবসা করছিস। এসময় দোকানদার’রা মেয়র মহাদয়কে বাজারের খাজনা পরিষদ করে দোকানদারী করে আসছেন জানালে,দূর্গাপুর গ্রামের মৃত-তাঁরাপদ গাংগুলী’র ছেলে কাঁচামাল ব্যবসায়ী রতন গাংগুলীকে অকার্থ ভাষায় গালমন্দ করেন,মেয়র আঞ্জুমান আরা। এসময়,মৃত দলিল উদ্দিন সর্দার এর ছেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল বাজারের ইজারাদার মো:রফিকুল ইসলামসহ একাধীক ব্যক্তি,মেয়র মহাদকে বলেন,আপনি একজন শিক্ষিকা এবং নড়াইল পৌর-সভার সন্মানিত মেয়র আপনি কেন,এদের মত অসহায় দোকানদারদের অকার্থ ভাষায় গালিগালাজ করছেন,এরা তো পৌর-সভার খাজনা দিয়ে প্রতিদিন এখানে দোকানদারী করে আসছে,তাহলে আপনি কেন এসকল অসহাদের পেটে লাথি মারছেন,এবং তাদের অকার্থ ভাষায় গালাগালি করছেন। এসময় পৌর-মেয়ম আঞ্জুমান আরা,মৃত দলিল উদ্দিন সর্দার এর ছেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল বাজারের ইজারাদার মো:রফিকুল ইসলামকে অকার্থ ভাষায় গালিগালাজ করেন,যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে,গত ৫-৭ দিন আগে বোনগ্রামের রহিম নামের এক গরুর গোস্তের দোকানী পৌর-সভা থেকে ১১০ নং লাইসেন্স প্রদান করেন,৩৩০০ শত টাকা দিয়ে,কিন্তু দোকানী টার্মিনালে দোকান দিতে গেলে,পৌর-মেয়র আঞ্জুমান আরা নিজে এসে দোকান বন্ধসহ দোকান দারকে অকার্থ ভায়ায় গাল মন্দ করেন,বলে অভিযোগ করেন রহিম। দোকানদার রহিম আরো জানান,পৌর-সভা থেকে ৩ হাজার ৩০০ শত টাকা দিয়ে লাইসেন্স করেছি,তবুও আমাকে মেয়র মহাদয় অকার্থ ভাষায় গালিগালাজ করেন,এটা কেমন আইন। পুরাতন বাস টার্মিনাল বাজারের সরজমিনে গিয়ে জানা যায়,নড়াইল শহরে ৪ লেন সড়কে নির্মানাধীন কাজ চলছে,একারনে পুরাতন বাস টার্মিনাল বাজারের অনেক অংশ বন্ধ হয়ে যায় রাস্তার কাজে,কিন্তু রাস্তার কাজ চলাকালে দোকানী’রা রাস্তার পাশ দিয়ে ব্যবসা পরিচালনা করলে,বিভিন্ন সময় পৌর-মেয়র আঞ্জুমান আরা পুলিশ দিয়ে হয়রানীসহ নিজে বার বার এসে হুমকী ধামকিসহ অকার্থ ভাষায় কালিগালাজ করেন,দোকানীদের। পুরাতন বাস টার্মিনাল বাজারের একাধীক স্থানীয় ব্যবসায়ী’রা জানান,একজন জাতী গড়ার কারীগর স্কুলের সাবেক শিক্ষিকা ও নড়াইল পৌর-সভার সন্মানীত মেয়র আঞ্জুমান আরা,কিভাবে অসহায় সাধারণ মানুষের সাথে এমন জঘন্য ব্যবহার করতে পারে ভেবে পাইনা। এ কেমন অসভ্য ভাষা,এ কেমন অসভ্য আচারণ,এটা একজন শিক্ষিকা এবং একজন দায়ীত্বপ্রাপ্ত মেয়রের মুখের ভাষা হতে পারে না। পুরাতন বাস টার্মিনাল বাজারের ইজারাদার মো:রফিকুল ইসলাম জানান,পৌর-মেয়র আঞ্জুমান আরা,একজন শিক্ষিকা এবং সন্মানিত নড়াইল পৌর-সভার মেয়র,তিনি কিভাবে সরকারি ইজারা কৃত বাজারে এসে দোকানদারদের অকার্থ ভাষায় গালিগালজ করেন,ভেবে পাইনা। বাজারে ঢুকে অসহায় দোকানদারদের সাথে খারাপ ব্যবহার করলে আমি বাজারের মালিক এবং আমি নিজে খাজনা উঠায়,এজন্য আমাকে দোকানদার’রা ফোন করে জানালে আমি এসে দেখি মেয়র মহাদয় দোকানদারদের সাথে অশুভ আচারণ করছেন,এবং অকার্থ ভাষায় গালিগালজ করছেন,এসময় আমি মেয়র মহাদয়কে জানায় এসকল অসহায়দের পেটে কেন লাথি মারছেন,উত্তরে মেয়র মহাদয় আমার বাপ-মা তুলে অকার্থ ভাষায় গালাগালি দেন আমাকে,আমি এমন ব্যবহারের নিন্দা ও প্রতিবাদ জানায় এবং নড়াইল বাসির কাছে এমন জঘন্য ভাষার বিচার চাই বলেও জানান। এ বিষয়ে পৌর-মেয়র আঞ্জুমান আরা’র মুঠোফোনে একাধীক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।