ক্রিকেটারদের অন্যরকম প্রতিবাদ

এইমাত্র ক্রিকেট খেলাধুলা

নিজস্ব প্রতিবেদক
ভারত সফর সামনে রেখেই বড়সড় আঘাত আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে। বেতন-ভাতাসহ নানা অসংগতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর অসন্তোষ থেকে আন্দোলনের ঘোষণা দিয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। সোমবার সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে জড়ো হয়েছেন খেলোয়াড়রা। তাদের দাবির বিষয়গুলো তুলে ধরেছেন একে একে। প্রথমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন বিসিবিতে। এরপর বিসিবি একাডেমির সামনে এসে জড়ো হন তারা। এরপর মিডিয়ার সামনে নিজেদের বক্তব্য তুলে ধরলেন সাকিব আল হাসান। এ সময় সব ধরনের ক্রিকেট বর্জন ঘোষণা করেন ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন সাকিব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব-তামিম-মুশফিক-মাহমুউল্লাহসহ অন্যান্য ক্রিকেটাররা। জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যূতে ধর্মঘট করছেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটে মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ ধফা দাবি উত্থাপণ করেন ক্রিকেটাররা। সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটার বিষয়গুলো নিয়ে সম্মেলনে কথা বলেন। প্রথমে সাকিব কথা বলে অন্যান্যদের কথা বলার সুযোগ করে দেন। সম্মেলনের শেষের দিকে আবারও সাংবাদিকদের সামনে এসে সাকিব বলেন, যে দাবিগুলো করা হয়েছে, তা না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *