নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর ) বিভাগের অভিযানে ৯৫ টি চোরাই মোবাইল সহ সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার।
জানা গেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক তত্বাবধানে, অতিঃ পুলিশ কমিশনার মোঃ জহিরুল ইসলামের নিদের্শনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) রিপন কুমার দাস এর নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা মঙ্গলবার ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য মোঃ রবিউল হোসেন প্রঃ রিফাত, মাইনুল ইসলাম প্রঃ জুবরাজ, আমিনুর রহমান প্রঃ মানিক, মোঃ আরফান উদ্দিন, মামুনুর রশিদ আরফাত, মোঃ খালেক, মুহাম্মদ সোহেল উদ্দিন প্রঃ সোহেলদেরকে ৯৫ টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে তারা চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন ছিনতাইকারী ও পকেটমারদের নিকট থেকে কম মূল্যে মোবাইল ক্রয় করে পরবর্তীতে চোরাই মোবাইল সমূহের আইএমইআই নাম্বার পরিবর্তন করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।
