নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল বুধবার ৩০ নভেম্বর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর বাসন থানা, ১৮নং বিট পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তোরাব মোঃ শামছুর রহমান, উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তিনি বক্তব্যে বলেন মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ব্যবসায়ী যেই হোকনা কেন কাউকে ছাড় দেয়া হবেনা।
ছিনতাই সহ জমিজমার দখল নিয়ে কোন সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয়া হবেনা বলেও জানান উপ-পুলিশ কমিশনার।
জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন “কোন প্রকার বিশৃঙ্খলা দেখলেই সাথে সাথে আমাদেরকে অবগত করবেন। জঙ্গীবাদ নির্মূলসহ আপনাদের নিরাপত্তা প্রদানে চব্বিশ ঘন্টা আমরা নিয়োজিত রয়েছি।
জিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খানের সভাপতিত্বে অধ্যাপক আবদুল বারী, সভাপতি, আওয়ামীলীগ, বাসন থানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
