আজকের দেশ রিপোর্ট ঃ
নওগাঁর নিয়ামতপুর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুলের বিরুদ্ধে নিউজ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু লোকজন।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । দৈনিক আলোকিত সকালে ওই নিউজটি প্রকাশিত হয় প্রকাশিত দৈনিক ইত্তেফাক দৈনিক উপজেলা প্রতিনিধি আহমেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা এলোপাতাড়ি মারপিট ও হত্যার হুমকি প্রদান করে । এ বিষয়ে তারা একটি লিখিত অভিযোগ করেন জনি আহমেদ ।
থানায় অভিযোগ সূত্রে জানা যায় , গত ৪ ডিসেম্বর সাড়ে নয়টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়ায় নিজ বাড়ি থেকে নিয়ামতপুর আইডিয়াল স্কুলের ঠিক রামপুর গ্রামের আমুর আলীর ছেলে রাজু আহমেদ , ও স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক হুমায়ুন কোভিদ ডেকে বাহিরে এনে তাদের স্কুলের সংবাদ পরিবেশন করা অকথ্য ভাষায় গালিগালাজ দেশীয় অস্ত্র নিয়ে বেধড়ক মারপিট শুরু করে । জনি আহমেদ এর চিৎকারের গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ ও আরিফুল ইসলাম জানান যারা সাংবাদিকের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অতি তাড়াতাড়ি প্রতিবাদ জানানো হবে ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন , অভিযোগ পেয়েছি প্রাথমিক তদন্ত হয়েছে আরও বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।