নিজস্ব প্রতিনিধি ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) কক্সবাজারের টেকনাফ বিশেষ জোনের টীম টেকনাফ থানাধীন বিভিন্ন এলাকায় সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একাধিক অভিযান পরিচালনা করে।
তার মধ্যে হাজী আবু সিদ্দিক মার্কেটের সামনে হতে ছোট হাবিব পাড়ার মৃত-মোঃ কাশেমের ছেলে মোহাম্মদ ইসহাক (৩৩) কে ২০ হাজার পিস ইয়াবা সহ গতকাল সোমবার দুপুরে গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে নাইট্যংপাড়ার জালিয়াঘাট এলাকা হতে জালিয়াপাড়া মৃত হোসেনের ছেলে মুহাম্মদ ইউনূস (৪৪)কে ২০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফ্তার করা হয়।
ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার সার্বিক তত্বাবধানে গতকাল সোমবার ৫ ডিসেম্বর দুপুর ১ টা হতে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোহাম্মদ ইসহাক বিশেষ কায়দায় ইঞ্জিন অয়েলের কন্টেইনারে ভরে ইয়াবা পাচারের পরিকল্পনা করছিল
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মোঃ আনিস ও এসআই তন্তু মনি চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ পৃথক দুটি মামলা দায়ের করেছেন । এছাড়া মাদক পাচারে জড়িতদের খুঁজে বের করার চেস্টা চলছে।