দ্বিতীয় প্রসিডেন্ট কাপ উন্মুক্ত গল্ফ টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ দ্বিতীয় প্রসিডেন্ট কাপ উন্মুক্ত গল্ফ টুর্নামেন্ট ২০২২ পায়রা গলফ এন্ড কান্ট্রি ক্লাব, শেখ হাসিনা সেনানিবাস, রবিশালে অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রেসিডেন্ট, পায়রা গলফ এন্ড কান্ট্রি ক্লাব মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি, জিওসি ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া।
এছাড়াও ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে গলফ ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্য গলফারগণ অংশগ্রহণ করেন। জুনিয়র, লেডি এবং রেগুলার গলফারসহ সর্বমোট ৬৭ জন গলফার উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন পায়রা গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট। পায়রা নদীর তীরে অবস্থিত পায়রা গলফ এন্ড কান্ট্রি ক্লাব নবগঠিত শেখ হাসিনা সেনানিবাসে ২২ আগস্ট ২০২২ তারিখে উদ্বোধন করা হয়েছে। সবুজে ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ক্লাবটি সামরিক / বেসামরিক সকল বাংলাদেশী নাগরিকদের জন্য উন্মুক্ত। শেখ হাসিনা সেনানিবাসের ক্লাবটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের পাশাপাশি ভ্রমণ পিপাসী মানুষের জন্য নাগরিক জীবনে বৈচিত্র আনবে বলে আশা করা যায়। (তথ্য সূত্র ঃ আইএসপিআর)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *