রংপুর সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১২ ডিসেম্বর, ৬ টার সময় রংপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে রিটার্নিং অফিসার এর কার্যালয়, রংপুর এর আয়োজনে রংপুর সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর প্রতিনিধিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।

এ সময় তিনি রংপুর সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে রংপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা প্রদান করেন এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইভিএম এর মাধ্যমে রংপুর সিটি করপোরেশন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন। তিনি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীসহ উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণকে স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালনের আহবান জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *