নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধা

Uncategorized জাতীয়

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
(১৪ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে (১৪ডিসেম্বর) সকাল ৯ ঘটিকার সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ,জেলা মুক্তিযোদ্ধা সংসদ,নড়াইল পৌরসভা,জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনপূর্বক বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন,জেলা প্রশাসক মো:হাবীবুর রহমান,পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন সহ অন্নান্য’রা। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *