রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১৪ ডিসেম্বর, সকাল সাড়ে ৯ টায় রংপুর টাউন হল চত্বরে অবস্থিত বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ সহ সর্বস্তরের জনসাধারণ।

এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম এর নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল কর্মকর্তাবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর সকাল ১০ টায় জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ।

এ সময় তিনি বিশেষ অতিথির বক্তব্যে সর্বস্তরের জনসাধারণের প্রতি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন ও নতুন প্রজন্মের মাঝে তাদের ইতিহাসকে ছড়িয়ে দেয়ার আহবান জানান।

সভার শেষাংশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *