খুলনায় জাতির পিতার ম্যুরালের শুভ উদ্বোধন এবং রপ্তানি মুখী শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুঃস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


মামুন মোল্লা (খুলনা) ঃ বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর, দুপুর ১ টা ১৫ মিনিটের সময় শ্রম ভবন, রুপসা, খুলনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধিদপ্তর খুলনার আয়োজনে জাতির পিতার ম্যুরাল ‘BANGABANDHU Statesman of the century’র শুভ উদ্বোধন এবং রপ্তানি মুখী শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুঃস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বেগম মন্নুজান সুফিয়ান এম.পি, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা, খন্দকার ইয়াসির আরেফীন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ,খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম ডি এ বাবুল রানা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, খুলনা মোঃ মিজানুর রহমান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *