পিংকি জাহানারা ঃ শুক্রবার ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বের করা বর্ণাঢ্য বিজয় মিছিলটি পুলিশি বাধায় পন্ড হয়ে গিয়েছে।
শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে খুলনা কে.ডি.ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা এই মিছিলটি বের করার সিদ্ধান্ত গ্রহন করেন।মিছিলটি বের করার পূর্ব মুহুর্তেই বাধা প্রদান করে পুলিশ।
এক পর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড.এস.এম. শফিকুল আলম মনা,, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন,, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।