নিজস্ব প্রতিনিধি ঃ খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে মঙ্গলবার ২০ ডিসেম্বর, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে (বিএসটিআই) এর মান সনদ (সিএম লাইসেন্স) আছে বলে মিথ্য তথ্য প্রদান করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন-২০১৮ এর ৩০/৩০ ধারায় মেসার্স সাদীক্কাহ জান্নাত ফুড প্রোডাক্ট বেকারি, খামার মোড়, আলমনগর, মহানগর, রংপুর কে ১ টি মামলা দায়ের পূর্বক ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মোছাঃ মালিহা খানম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, ডিসি অফিস, রংপুর।
প্রকিউকর ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।
